ইসলাম পূর্ববর্তী তার নাম ছিল আব্দু শামস (অরুণ দাস)। ইসলাম গ্রহণের পর রাসূল স: তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান। এই নাম রাখার ফলে তিনি এতো বেশি খুশি হন যে তিনি রাসূল স: কে উদ্দেশ্য করে বলেন, আমার পিতা-মাতা আপনার নামে কুরবানী হোক। তিনি আদ দাওসী গোত্রে জন্মগ্রহণ করেন।
হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔
MD Maruf
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟