ঘটনা: মক্কায় ইসলাম গ্রহণ করার পর, বিলাল (রাঃ) কে নির্যাতন করা হয়েছিল। তাকে মরুভূমির গরম বালিতে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়ে অত্যাচার করা হতো, যেন তিনি ইসলাম ত্যাগ করেন। কিন্তু তিনি সব কষ্ট সহ্য করে উচ্চস্বরে “আহাদ, আহাদ” (আল্লাহ এক, আল্লাহ এক) বলতে থাকেন। তাঁর এই দৃঢ়তা এবং আনুগত্য ইসলামের ইতিহাসে এক মহৎ উদাহরণ হিসেবে থেকে গেছে। (আল-বুখারি, হাদিস নং ৩৭৫)