9 میں ·ترجمہ کریں۔

এই পৃথিবীকে আবাদ করার জন্যই আল্লাহপাক যুগে যুগে অসংখ্য নবী-রসূল প্রেরণ করেছেন। সকল নবী-রসূলের দায়িত্ব ছিল আল্লাহর দীন প্রতিষ্ঠিত করা। তাঁর বাণী, ‘দীন কায়েম করো এবং এ ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করো না’- সূরা শুরা ১৩। শেষ নবী মুহাম্মদ (সা.) অন্যদের থেকে ব্যতিক্রম ছিলেন না। এ প্রসঙ্গে আল্লাহপাকের বাণী, ‘তিনি আপন রসূলকে হেদায়াত ও সত্য- সঠিক জীবনব্যবস্থা (দীনে হক) দিয়ে পাঠিয়েছেন যাতে সকল জীবনব্যবস্থার ওপর একে বিজয়ী করে দিতে পারেন, মুশরিকদের কাছে তা যতই অসহনীয় হোক’- সূরা সফ ৯। নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরাধিকার দেশের আলেম সমাজ ও ইসলামপন্থী জনগোষ্ঠীর কাজও অনুরূপ অর্থাৎ সকল দীন ও জীবনব্যস্থার ওপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা। দীন কায়েম হওয়ার অর্থ হলো সমাজে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করা। ইসলামকে যারা সীমাবদ্ধ অর্থে ধর্ম হিসেবে মানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলে থাকে যে, ওরা ধর্মের নামে রাজনীতি করে এবং এভাবে সরলমনা লোকদের ধোঁকা দেয়। সরলমনা লোকগুলো না বুঝলেও একটু জ্ঞানবান যারা তারা ভালোভাবেই বুঝে যে রাজনীতির অঙ্গনে ওরা ধোঁকাবাজ এক একজন ইসলামের শত্রু এবং সুযোগ পেলেই ইসলামপন্থী ও ন্যায়বানদের উপর ঝাঁপিয়ে পড়বে। ওদের নেই নীতিবোধ, ওদের মুরব্বী পার্শ্ববর্তী দেশ ও পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রসমূহ। ধর্মনিরপেক্ষ জাতিসমূহের সততা, বিশ্বস্ততা ও আমনতদারিতা স্রেফ পলিসি। তারা বিশ্বাস করে যে ‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’ (Honesty is the best Policy.) এসব গুণাবলীর বিনিময়ে আল্লাহপাক তাদেরকে দুনিয়ায় নেতৃত্ব দান করেছেন কিন্তু আখেরাতে তাদের কোনো বিনিময় নেই। তাদের দেশে ভোট চুরি নেই, গুম- খুন নেই, রাষ্ট্রীয় তহবিলতসরুপের ঘটনা নেই। ক্ষমতাচ্যুত করার জন্য লাগাতার ধর্মঘট নেই বা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম-খুন, আয়নাঘর ও বিচারিক হত্যাকাণ্ড নেই। কিন্তু তাদের একটি কুৎসিত চরিত্র রয়েছে। পররাজ্য দখল এবং তাদেরকে শত্রু বিবেচনা করে নারী-শিশু-বৃদ্ধসহ মানবতার ধ্বংস সাধনে তারা একটুও বিচলিত নন। তাদের লক্ষ্য দুনিয়া, আখিরাত তাদের কাছে গুরুত্বের দাবি রাখে না। কিন্তু তাদের বিপরীতে আমাদের সততা স্রেফ পলিসি নয়; এর পেছনে রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত প্রাপ্তির আকাঙ্ক্ষা।

19 m ·ترجمہ کریں۔

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

40 m ·ترجمہ کریں۔

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

1 h ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 h ·ترجمہ کریں۔

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·ترجمہ کریں۔

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.