ইবরাহিম (আ.) স্বপ্নে আল্লাহর নির্দেশ পেয়েছিলেন যে সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। সে অনুযায়ী তিনি উট/দুম্বা কোরবানি করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি একই স্বপ্ন পূনরায় দেখলে বুঝতে পারেন আল্লাহ তাঁর কাছে কি চাচ্ছেন। তখন তিনি তাঁর সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে আল্লাহর নামে কোরবানি করার জন্য প্রস্তুত হন। এবিষয় যখন পিতৃভক্ত ইসমাইল জানতে পারেন তখন তিনি বলেন, ‘পিতা আপনি যা স্বপ্নাদিষ্ট হয়েছেন তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্য্যশীল দেখতে পাবেন।’ অতপর মিনা পাহাড়ের পাদদেশে পুত্রের অনুরোধে ইবরাহিম (আ.) ইসমাইলের হাত-পা ও নিজের চোখ বেঁধে নেন এবং কন্ঠদেশে আল্লাহর নামে তরবারী চালান। দয়াময় আল্লাহ সেই সময় ইসমাঈলকে সরিয়ে নেন এবং তাঁর জায়গায় এক জন্তু-দুম্বা কোরবানি হয়ে যায়। নিশ্চয়ই এ ছিল ইব্রাহিম (আ.) এর জন্যে এক স্পষ্ট পরীক্ষা। অল্লাহ ইব্রাহিম (আ.) কে পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ার সুসংবাদ দেন।