একমাত্র “আল্লাহর নামে” কুরবানি করা : কুরবানি কোন ব্যক্তি বা গোষ্ঠীর নামে নয় বরং একমাত্র আল্লাহর নামেই করতে হবে। পশু জবেহ করার সময় যদি আল্লাহর পবিত্র নাম তার উপর উচ্চারিত না হয় তবে তা কুরবানি বলে গন্য হবে না এবং তার মাংস খাবার জন্য হারাম হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই কোরবানি কাদের নামে হবে (যেমন ৭ ব্যক্তির নামে) তা নিয়ে ব্যস্ত হয়ে পরি। বস্তুত এটি হবে “কাদের পক্ষ” থেকে কুরবানি করা হচ্ছে একমাত্র “আল্লাহর নামে”। এ বিষয়টিতে সতর্ক হওয়া জরুরী।