”আরাফার দিন” ইসলামের একটি পবিত্র দিন যেটি মুসলিম ধর্মের পরিপূর্ণতা লাভের দিবস হিসেবে পরিচিত। হাদিসের ভাষ্য অনুযায়ী এই দিনটির নাম ‘ইয়াওমু আরাফা’। এই দিনটি ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ৯ তারিখে সংগঠিত হয়। এই দিনটির শেষ ভাগে, মুসলিম হজ্জ যাত্রীরা মিনা থেকে যাত্রা করে নিকটবর্তী পাহাড়ের সন্নিকটবর্তী-সমভূমি আরাফাতের ভূমিতে এসে উপস্থিত হন। এই দিনটিতে রাসূল (সা জীবনের সর্বশেষ ভাষণ দেন, যে ভাষণকে আমরা বলে থাকি বিদায় হজ্জের ভাষণ।