9 i ·Oversætte

বিপ্লব মানে রণাঙ্গণে
মরণ আলিঙ্গনে
প্রেয়সীর সাথে শুভদৃষ্টি।

বিপ্লব মানে স্বপ্ন দেখতে সাহস যোগায় যে
মৃত্যুহীন চেতনা, নাম তার জানি চে।

শাণিত মগজ যার
চে গুয়েভারা নাম তার
গেরিলা যুদ্ধের নায়ক
মাথায় লাল তারা খচিত টুপি
সোনালী দাড়ি অগোছালো।

দুই কোমরে গোঁজা সমরাস্ত্র
জলপাই রঙের পোশাক পরণে
বাজপাখি শ্যেণ দৃষ্টি
শোষণ মুক্তির ভাবনা
বলিভিয়ার জঙ্গলে দৃপ্ত পদচারণা।

বিপ্লব ছিলো মন্ত্র
চেয়েছিলো সমাজতন্ত্র
মিছিলের সামনে থাকে যে
নাম তার জেনো চে।

মঙ্গল শঙ্খ বাজে নি হয়তো
রণবাদ্য বেজেছিলো সেদিন
মৃয়মান লাল পলাশ গাঢ় হয়েছিলো সেইদিনে
অপেক্ষায় ছিলো লাল তারা
প্রহরা দিয়েছিলো অতন্দ্র লক্ষ চোখ
আজ মুছে নেওয়ার পালা সব শোক।

সব বঞ্চনার হবে অবসান, অত্যাচারীর চাবুকের আওয়াজ হবে ক্রমশঃ ক্ষীণ
আজকের দিন সাথী ভুলো না....
আজ চে গুয়েভারার ভূমিষ্ঠ হবার দিন।

আদর্শ, চেতনার অপর নাম জেনো সাথী হে
সেলাম নিও প্ৰিয় চে।

দুই চোখ স্বপ্নিল
তার নামে সাজে মিছিল
শোষণ মুক্তির ভাবনা ভেবেছিলো সে.....
স্পর্ধার নাম জেনো চে।।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।