বিপ্লব মানে রণাঙ্গণে
মরণ আলিঙ্গনে
প্রেয়সীর সাথে শুভদৃষ্টি।
বিপ্লব মানে স্বপ্ন দেখতে সাহস যোগায় যে
মৃত্যুহীন চেতনা, নাম তার জানি চে।
শাণিত মগজ যার
চে গুয়েভারা নাম তার
গেরিলা যুদ্ধের নায়ক
মাথায় লাল তারা খচিত টুপি
সোনালী দাড়ি অগোছালো।
দুই কোমরে গোঁজা সমরাস্ত্র
জলপাই রঙের পোশাক পরণে
বাজপাখি শ্যেণ দৃষ্টি
শোষণ মুক্তির ভাবনা
বলিভিয়ার জঙ্গলে দৃপ্ত পদচারণা।
বিপ্লব ছিলো মন্ত্র
চেয়েছিলো সমাজতন্ত্র
মিছিলের সামনে থাকে যে
নাম তার জেনো চে।
মঙ্গল শঙ্খ বাজে নি হয়তো
রণবাদ্য বেজেছিলো সেদিন
মৃয়মান লাল পলাশ গাঢ় হয়েছিলো সেইদিনে
অপেক্ষায় ছিলো লাল তারা
প্রহরা দিয়েছিলো অতন্দ্র লক্ষ চোখ
আজ মুছে নেওয়ার পালা সব শোক।
সব বঞ্চনার হবে অবসান, অত্যাচারীর চাবুকের আওয়াজ হবে ক্রমশঃ ক্ষীণ
আজকের দিন সাথী ভুলো না....
আজ চে গুয়েভারার ভূমিষ্ঠ হবার দিন।
আদর্শ, চেতনার অপর নাম জেনো সাথী হে
সেলাম নিও প্ৰিয় চে।
দুই চোখ স্বপ্নিল
তার নামে সাজে মিছিল
শোষণ মুক্তির ভাবনা ভেবেছিলো সে.....
স্পর্ধার নাম জেনো চে।।