শিরোনাম-যাত্রাপথ
যদিও নাই মনে রঙ
সং সেজে করি ঢং,
মত বে মতে লাগে শুধু
তিরিং বিরিং টিংটং।
দিবা আসে রাত্তির হয়
নীর যেন যমালয়,
তবুও যেন ইচিং বিচিং
আর ত নাহি প্রাণে লয়।
জীবন মানে বেঁচে থাকার
প্রতিযোগিতার মঞ্চ,
লড়াই করার সক্ষমতা
যদিও নাই বরঞ্চ।
ফের শেষে ধায় বায়
জীবন কেমন চলে যায়,
কোন সে ঘরের আঙিনায়
নরম মাটির বিছানায়!