ইক-১স-গক/
""" ইতিহাসের ওহুদ পাহাড়"""
কলমে-মোঃ ইউনুছ আলী
তারিখ-১৩/০৬/২০২৫
স্মরন কালের যুদ্ধের সেই কাহিনী আর বেদনায়
পরিপূর্ণ স্মৃতিময় মদীনার ওহুদ পাহাড়!
আমাদের প্রিয় রাসুলের আদেশকে গুরুত্ব না দিয়ে
বিজয়ী হওয়ার সমস্ত সম্ভাবনা ধুলিস্মাত হয়!
প্রিয় হাবিব প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দেন,
হে প্রহরী গন যতক্ষণ পর্যন্ত্য মাঠে যুদ্ধ চলবে,
ততক্ষণ পর্য্যন্ত ঐ পাহাড়ে তোমরা অবস্হান করবে
আর নজরদারী রাখবে,পরবর্তি নির্দেশনা না দেয়া
পর্য্যন্ত ঐ ওহুদ পাহাড়ের উপর থেকে কোন ভাবেই
নড়বেনা!কিন্তূ আফছোস সাহাবীদের বিজয় হওয়ার
সাথে সাথে গনিমতের মালের লোভে প্রহরীরা পাহাড়
ছেড়ে নেমে আসে,আর মালামাল সংগ্রহে ব্যাস্ত হয়!
আর ঠিক এই অবস্হায় পলায়নরত যোদ্বারা,
তাকিয়ে দেখে পাহাড়ে কোন প্রহরী নেই,এই অবস্হায়
তারা পাহাড়ের উপরে ওঠে আসে, এবং হামলা করে!
ফলে বহুসাহাবী সহ নবী ( সঃ) চাচা হামজা ও শহীদ হন।
বিজয়ের পরিবর্তে পরাজয় বরন করে ও রাসুল
( সঃ) দাঁত মোবারক শত্রু পক্ষের তীরের আঘাতে
এই ওহুদ পাহাড়েই পড়ে যায়!
আর রাসুল ভয়ানক ভাবে যুদ্ধ মাঠে অসুস্হ হন।
জয় পরাজয়ের সেই ইতিহাস খ্যাত ওহুদ ময়দান যা
মদীনার অনতিদুরে অবস্হিত ।ইতিহাসের
১ম যুদ্ধে মুসলমানদের পরাজয় নবী (সাঃ) এর
দাঁত শহীদ আর নবী সাঃ এর চাচা প্রখ্যাত যোদ্ধা
আমীর হামজা (রাঃ) আনহুর শাহাদত বরন।
সঃসঃরকা-জুন-১৩/১৮/২৪সং/২৫