পড়া লেখা
পড়া লেখা এখন আর
ভাল লাগেনা ভাই,
হাতে আছে স্মার্ট ফোন
তাই নিয়ে দিন কাটাই।
পিতা মাতার স্বপ্ন গুলো
উড়িয়ে দিয়ে আকাশে,
আমার মত চলছি আমি
খেলছি ফ্রি ফায়ার,পাবজী যে।
নিজে পায়ে নিজে কুড়াল
মারছি আমি যতনে,
লেখা পড়া সিকায় তুলে
ব্যস্ত যে মোবাইল ফোনে।
ইয়ার ফোন লাগিয়ে কানে
শুনছি আমি ডিসকো গান,
মোবাইল আমার প্রিয় স্বজন
মোবাইল আমার জানের জান।
নাওয়া খাওয়া সব ভুলেছি
এই মোবাইলের কারনে,
কে আমারে কি বলতেছে
কিছুই যে নিচ্ছি না কানে।
মোবাইল মাতা,মোবাইল পিতা
মোবাইল আমার ভাই আর বোন
মোবাইল আমার রঙ্গীন দুনিয়া
মোবাইল আমার সুখ স্বপন।
ছেড়ে দিতে পারি আপন জন
এই মোবাইলে কারনে,
মোবাইল আমার জীবন মরন
জাগরনে ও শয়নে।
মোবাইল নিয়ে কেউ কিছু বললে
লাগাই তার সাথে যে দ্বন্দ্ব,
আমি হলাম মোবাইল প্রেমিক
সদায় তাহার প্রেমেই অন্ধ।
কপাল আমার হইল মন্ধ
যখন আসল পরীক্ষা,
কি লিখব ভাই খাতার মাঝে
আমি করতেছি উত্তর ভীক্ষা।
কোন রকম লিখে লুখে
ফিরে আসলাম বাড়িতে,
লেখা পড়া না করায়
চরলাম গিয়া ফেল নামের গাড়িতে।
না চালাইয়া মোবাইল ফোন📱
যদি ব্যস্ত থাকতাম লেখা পড়াতে,
হয়তো আমি পাশ করিতাম
হইতো না এই দিন আমার দেখিতে।
তাই লেখা পড়া করছো যারা
ও আমার ভাই বোন,
মনযোগে কর লেখা পড়া
আজকে থেকেই বাদ দিয়ে দাও
হাতের স্মার্ট ফোন।📲
সমাপ্ত...🌹