এই পৃথিবীটা কত সহজ, তাই না?
এখানে রোদ ঝরে, বৃষ্টি নামে।
পাহাড় দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে,
নদী তার পথ খুঁজে নেয় ধৈর্য ধরে।
ফুল ফুটে পাখি গায় গান,
সবই চলে নিজের নিয়মে।
তবে আপনারে পাওয়া কঠিন কেন?
আমি তো চেষ্টা করেছিলাম।
রোদের তাপ, বৃষ্টির ছোঁয়া,
হাওয়ার বয়ে যাওয়া ছুঁয়েছিলাম।
পাহাড়ের চূড়ায় উঠতে গিয়েছি,
নদীর গভীরে ডুব দিতে চেয়েছি।
তবুও, আপনি এলেন না।
ভাবলাম আপনি এই দুনিয়ারই কেউ।
আমার মতোই হাড়-মাংসের মানুষ,
হাসি-কান্নার হৃদয় নিয়ে বেঁচে থাকা কেউ।
অথচ আপনি ছিলেন ভিন্ন।
আপনার কাছাকাছি যাওয়া মানে,
অদ্ভুত অজানা ঘূর্ণির মধ্যে ঢুকে পড়া।
যেখানে আমি নিজেকেও হারিয়ে ফেলি।
আপনারে পাওয়ার জন্য কত কিছু করেছি।
নিজেকে ভেঙেছি, গড়েছি।
কখনো আশা করেছি, কখনো হতাশায় ডুবেছি।
ভাবি, এ দুনিয়ায় এতকিছু পাওয়া যায়,
তাহলে আপনাকে পাওয়া কঠিন কেন?
এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন?
নাকি আপনি নিজেই এই প্রশ্নের গোলকধাঁধা?
তবু খুঁজে ফিরি না বলা কথার ভাঁজে,
ঝলক হাসির আড়ালে, না ছোঁয়া স্পর্শে।
জানি না, কখনো আপনাকে পাব কি না।
আপনাকে পাওয়ার থেকে বেশি মায়ার,
আরো কষ্টের, আরো সুন্দর।
Md STATION
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?