যে হাদিসটি নিয়ে আলোচনা করব সে হাদিসে জান্নাতের নায-নেয়ামতের বাস্তবতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ! জান্নাতের নেয়ামত অন্তহীন। প্রতিদিন নতুন নতুন নেয়ামত ও নেয়ামতে নতুনত্ব আসবে। কল্পনা করুন! আপনি প্রতিমুহূর্তে, প্রতি মিনিটে জান্নাতের নেয়ামত ভোগ আর ভোগ করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,