অর্থ: সেখানে তোমরা চিরকাল যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, অক্ষম হবে না। জান্নাতীগণের বয়স বাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতীদের বয়সের ব্যাপারে বলেছেন, তাদের বয়স হবে ত্রিশ বা তেত্রিশ। আপনার বয়স থেমে থাকবে। আপনি কোটি কোটি বছর জান্নাতে বসবাস করবেন, তবুও আপনার বয়স ত্রিশ বা তেত্রিশে থেমে থাকবে, এরচেয়ে বাড়বে না। মানুষের যখন বয়স বেড়ে যায় তখন অসুখ বা মৃত্যুর ভয় অন্তরে জাগ্রত হতে থাকে। অক্ষমতা ও বয়োবৃদ্ধের আতঙ্ক তৈরি হতে থাকে। জান্নাতে কোনও বয়োবৃদ্ধ নেই, সেখানে কেউ বুড়ো হবে না। কেউ সেখানে অক্ষম হবে না।