হজ্ব একবারই আদায় করা ফরজ। সুতরাং যার উপর হজ্ব ফরজ হয়েছে সে ব্যক্তি মৃত্যুর আগে যে কোনো বছর হজ্ব আদায় করেলে তার ফরজ হজ্ব আদায় হয়ে যাবে। কিন্তু হজ্বের মৌলিক তাৎপর্য, তার যথার্থ দাবি ও আসল হুকুম হচ্ছে হজ্ব ফরজ হওয়ার পর দ্রুত আদায় করা। কোন কারণবসত বিলম্ব না করা। কেননা যে কোনো ধরনের বিপদ-আপদ, অসুখ-বিসুখের সম্মুখীন হওয়া বা মৃত্যুর ডাক এসে যাওয়া তো অস্বাভাবিক নয়। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হজ্ব আদায়ের প্রতি এমনভাবে গুরুত্বারোপ করেছেন যে, কেউ যদি এই হজ্বকে অস্বীকার করে বা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত ও হতভাগ্যরূপে বিবেচিত হবে।