যে ব্যক্তি হজ্ব করার সামর্থ্য রাখে, তবুও হজ্ব করে না সে ইহুদী হয়ে মৃত্যুবরণ করল কি খৃস্টান হয়ে; তার কোনো পরোয়া আল্লাহর নেই। -তাফসীরে ইবনে কাসীর ১/৫৭৮
তিনি আরো বলেন, আমার ইচ্ছে হয় কিছু লোককে বিভিন্ন শহরাঞ্চল ও লোকালয়ে পাঠিয়ে দিই, তারা সেখানে দেখবে, কারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্ব করছে না। তারা তাদের উপর কর আরোপ করবে। তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়।
সুতরাং সামর্থ্যবান প্র্যত্যেক মুসলমানের হজ্বের প্রস্তুতি গহণ করা উচিত। যেন আল্লাহ্ তাআলার এ ফরজ বিধান দ্রুত আদায় করা যায। আল্লাহ্ তাআলা আমাদরকে তার ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আমিন।