সমস্ত প্রশংসা আল্লাহতায়ালার জন্যে, যিনি জগতসমূহের প্রভু। সর্বোৎকৃষ্ট সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি, যিনি আম্বিয়া ও রাসূল (আলাইহিমুস্ সালাম)-মণ্ডলীর ইমাম। অতঃপর তা বর্ষিত হোক তাঁর আ’ল তথা পরিবারসদস্যবৃন্দ, সাহাবায়ে কেরাম (সাথী) ও তাবেঈন (অনুসারী)-মণ্ডলীর প্রতিও।