কোনো ব্যক্তি, তাঁর মর্যাদা যতো উঁচুই হোক না কেন, অথবা জ্ঞান যতো বিশাল, কিংবা ধীশক্তি যতো পূর্ণই হোক না কেন, তিনি কখনোই (আমাদের) এই নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মহৎ গুণাবলীকে পরিবেষ্টন করতে সক্ষম হবেন না; যেমনটি ভেদ করতে সক্ষম হবেন না প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পূর্ণতার বিভিন্ন দিক অথবা তাঁরই সৌন্দর্যের নানা রং; বরং আমরা সবাই এসব গুণ ও বৈশিষ্ট্য প্রকাশে একেবারে অক্ষম, যেমনটি ব্যক্ত হয় নিম্নের দুটি ছত্রে: