নিশ্চয় – يُوحَىٰ إِلَيَّ – ‘আমার কাছে ওহী আসে’ মর্মে আল্লাহর বাণীর মকাম/মর্যাদা, যা’তে উল্লেখিত হয়েছে – قُلْ إِنَّمَآ أَنَاْ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ – “(হে রাসূল) আপনি বলুন, ‘প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো, আমার নিকট ওহী আসে” [আল-কুর’আন, ১৮/১১০; নূরুল ইরফান], তাতে গভীর চিন্তার অনুপ্রেরণা যোগানো হয়েছে এই মনোনীত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রকৃতি সম্পর্কে; আর তা এই মহান নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অনন্য খাসাইস/বৈশিষ্ট্যের দিকে ইশারা করেছে; যাঁকে আল্লাহতায়ালা দান করেছেন এবং প্রস্তুত করেছেন রূহ/আত্মাতে ও জিসম/শরীরে, আক্কল/বুদ্ধিতে ও উপলব্ধিতে, শ্রবণশক্তিতে ও দর্শন-ক্ষমতায়, এবং অন্যান্য সব ইন্দ্রিয়ানুভূতিতে ও গুণগত বৈশিষ্ট্যে; আর যাঁকে রাব্বুল আলামীন আল্লাহতায়ালা দান করেছেন সকল প্রকারের ওহী/ঐশীবাণী গ্রহণ করার অনন্য সক্ষমতা বা সামর্থ্য।