তুমি ভালোবাসা দিলে অনেক আবেগ দিয়ে
অধিকার দিলেনা শুধু,
তুমি পাশে রবে বলে নিজেকে সামাল দিলাম,
কেনই বা গেলে চলে।।
তুমি জড়িয়ে নিয়েছ কতবার বুকে,
রাখতে পারনি
ছেড়েই যখন যাবে চলে
কেনো নিয়েছিলে বুকে বুঝতে পারিনি।।
পাশে ছিলে আপন ভেবে যখন ছিলাম একা,
আজকে আবার একা হলাম
তুমি দিলে ব্যথা।।
ক্লান্ত মানুষ শান্ত ছিলাম
অভিযোগ ছিলো না কিছু,
আজকে আমার মন খারাপে অভিযোগ আসে শুধু।।
Md Hasibul Ialam
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?