নদীর কূলে স্বপ্নের জলরাশি,
বৃষ্টি ভেজা মাটির গন্ধে-তোমার হাসির স্মৃতি।
ঘাসের পাতায় বৃষ্টির কুয়াশাময় চোখে,
প্রেমের স্মৃতির পঙ্ক্তি লিখে রাখিয়াছে পাতি।
মন যেন ভেসে যায় বৈশাখের কাহিনীর মতো
আষাঢ়ের আগমনে,এসো প্রিয়তমা প্রেমেতে মাতি।
এলো স্পর্শের অনুভূতি মেঘের পেছনে লুকিয়ে,
সাজানো নীল রঙে,বৃষ্টি কলতানে গাঁথি।
তোমার হেসে ওঠা,ছাঁটের মতো আলো,
এই প্রকৃতির বুকের মাঝে একটি নতুন গানে বেসাতি।
মাটির গন্ধ,পানির ছোট ছোট টুপের মতই,
আমার হৃদয়ে চুম্বনের জেগে ওঠে বিশাল আকুতি।
আষাঢ় এলো প্রিয়তমা,আমি দেখতে পাই-
তোমার ঠোঁটের কোণে আমার স্বপ্নের পৃথিবীর বসতি।
Md Hasibul Ialam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟