বাবাহীন পৃথিবী
________________________________
করেছিলে লালন আমায় রাজকন্যার মত
দাওনি বুঝতে পৃথিবীটা কঠিন ছিল এত।
জেদ,ইচ্ছে, আবদার করতে পূরণ দাবী
কখনো বা চাওয়ার আগেই পেয়ে যেতাম সবই।
তোমায় ছাড়া এখন কিছু চাইনা বাবা আর
হারিয়ে গেলে কোথায় তুমি সেই সেদিনের পর?
ফিরে এসো বাবা তুমি জড়িয়ে ধরো বুকে
আদর ভরা নামটা আমার শুনবো তোমার মুখে।
সহজ হবে কঠিনগুলো থাকলে তুমি কাছে
তোমার মত এমন আপন কে আর বলো আছে?
এখন আমি নাপাওয়াদের মানিয়ে নিতে পারি
সখ, ইচ্ছে, জেদ এর সাথে কেটেছি আড়ি।
তোমার সাথেই হারিয়েছে আমার সব পেয়েছির দেশ
রাজকন্যার জীবন যাপন হয়ে গেছে শেষ।
Mi piace
Commento
Condividi
Md Hasibul Ialam
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?