"""অদ্ভুত জীবন""
দেখা হয়নি চার পাশ চক্ষু মেলিয়া,
ঘর থেকে বেড়িয়ে দু-পা ফেলিয়া,
জানা হয়নি রহস্য ময় এই পৃথিবী।
সবি,থেকে গেছে অজানা,
ঘিরে রেখেছে সংসারের মোহনা,
কবে পাবো মুক্তি কেউ জানো কী??
মন সেতো অবুঝ পাখি,
অকারনেই করে ডাকা ডাকি,
উড়তে চায় ঐ দূর আকাশের পানে।
দায়িত্বের ভারে গেছি নুয়ে,
একা একা ভাবি বিছানায় শুয়ে,
খুঁজে পাইনা জীবনের কোন মানে!
喜欢
评论
分享
Md Hasibul Ialam
删除评论
您确定要删除此评论吗?