"ভিজে ডায়েরির পৃষ্ঠা"
ফারজানা একদিন কাফির দেওয়া ডায়েরিটা ফেরত দিয়ে গেল।
"তোর লেখা ভালো, কিন্তু আমার জীবনটা অন্য পথে চলে গেছে," বলল সে।
ডায়েরির পাতাগুলো এখন ভিজে। হয়তো বৃষ্টিতে না, হয়তো কাফির চোখের জলে।
সব শব্দগুলো যেন কাঁদছে। প্রতিটা বাক্য বলছে—
“ফারজানার ভালোবাসা মিথ্যে ছিল না, কিন্তু সময়টাই ঠিক ছিল না।”
কাফি আজও সেই ডায়েরি পড়ে, আর ভাবে—
যদি কিছুটা সময়কে ধরে রাখা যেত!