একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছি। খাবার অর্ডার দিয়ে হাতমুখ ধোয়ার জন্য যাচ্ছি এ সময় ওয়েটার বলল, "স্যার, ম্যাডাম আপনাকে ডাকে।"
আমি একটু অবাক হয়ে ঘুরে তাকালাম। খুব সুন্দরী একটা মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে একটু হাসল। তারপর ভুল হয়েছে এমন ভঙ্গিতে হাত নাড়াল। আমি বুঝলাম মেয়েটা বোধহয় আমাকে পরিচিত কারো সাথে মিল পেয়েছিল।
মানুষটা মনে হয় কাছের কেউ হবে। খুব কাছের কেউ না হলে মেয়েরা সেচ্ছায় কথা বলতে যায় না। মেয়েটার সাথে একটা ছোট ছেলে । ছেলে কে নিয়ে একা খেতে এসেছে । স্বামী সাথে নেই ! স্বামী বিদেশে থাকে নাকি মারা গেছে ?
মেয়েটার কথা ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল!
ওয়েটার টেবিলে খাবার দিয়েছে । দেখে বেশ ভালো লাগছে। গরম গরুর মাংস দিয়ে রুটি। অনেক দিন পর এমন সুস্বাদু খাবার খেলাম।
খাবার শেষ করে গরম এক কাপ চা খেলাম। ওয়েটার কে বললাম , "বিলটা নিয়ে আস।"
ওয়েটার বিল এনে বলল, "স্যার এক হাজার বিশ টাকা !"
আমি হতবাক হয়ে বললাম , "এত টাকা !"
ওয়েটার বলল, "ম্যাডামের বিল সহ!"
বুঝলাম আবার ধরা খেয়েছি ! সুন্দরী মেয়ের কাছে কতবার ধরা খেলাম তবুও সুন্দরীদের হাসি দেখলেই সব কিছু ভুলে যাই। কেমন মায়া লাগে!
বিল দিয়ে বের হচ্ছি এ সময় ওয়েটার আবার ডাকল, "স্যার।"
ভেবেছিলাম তাকাব না। ওয়েটার দৌড়ে কাছে এসে বলল, "স্যার আপনাকে ডাকে!"
তাকিয়ে দেখলাম কাউন্টারের লোকটা ডাকছে মনে হয় টাকা কম বেশি হয়েছে । আমি কাউন্টারে গিয়ে বললাম , "কী হয়েছে লোকটা বলল, "স্যার, ম্যাডাম তাড়াহুড়া করে মোবাইলটা ফেলে গেছে !" # # #