"সব প্রশ্নের শেষ উত্তর"
মেঘলা হঠাৎ চলে গেল, কোনো উত্তর ছাড়াই।
কাফি শুধু বারবার জিজ্ঞেস করত—"কেন?"
কোনো উত্তর পায়নি।
অনেক বছর পর মেঘলার একটা পোস্ট দেখল সে—
"কিছু সম্পর্ক শুধু শেখায়, থাকা শেখায় না।"
সেইদিন কাফি বুঝে গেল—
সব প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না,
আর কিছু উত্তর পেলে ব্যথা আরও বাড়ে।
Md Joynal abedin
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?