9 w ·Traducciones

শুনতে চাই আপনার কথাও... আপনার আস্থা কি কাবরেরা'তেই নাকি হেড কোচের বদল চান আপনিও?

❤️🇧🇩⚽️⛓️‍💥🫡

বদলই পারে বদলে দিতে ভাগ্য। এ কথা আবারও প্রমাণ করলো ফুটবল-জাদুকরদের দেশ ব্রাজিল। টানা ব্যর্থতা, কোচিং কনফিউশন আর ড্রেসিং রুমের হতাশার পর দলের হাল ধরেছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। আর তাতেই বদলে গেছে দৃশ্যপট।

গ্যালারিতে ফিরেছে উচ্ছ্বাস, মিডিয়ায় ফিরেছে ইতিবাচক বিশ্লেষণ, আর সবচেয়ে বড় কথা দলের ভিতর ফিরেছে আস্থা।
কোচ বদলের পর যেমনটা হয়, ব্রাজিলের মানুষ এখন আবারও বিশ্বমঞ্চে তাদের দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে।

এই জায়গাটাই প্রশ্ন ছুঁড়ে দেয় বাংলাদেশের ফুটবলে।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা অনেকদিন ধরে দায়িত্বে,
তবুও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা, নেই আক্রমণাত্মক ফুটবলের ছাপ।
প্রশ্ন উঠছে প্রতিপক্ষের মান অনুযায়ী ট্যাকটিকস নির্বাচন,
আরও প্রশ্ন হচ্ছে এই কোচের হাতে থেকে দল কোথায় যাচ্ছে?

সাধারণ ভক্ত-সমর্থকরা আজ শুধু মুখে বলছেন না, বলছেন বুক ভরে।

অনেকেই বলতে পারেন ব্রাজিলের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের সাথে বাংলাদেশের তুলনা কেন করছি? দীর্ঘদিন ধরে ব্রাজিল আর্জেন্টিনা সহ লাতিনের বিভিন্ন দেশের ফুটবলটাকে খুব কাছ থেকে দেখছি। ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব মন্তে আজলের ডিরেক্টর হিসেবে কাজ করছি। বিভিন্ন দেশের অসংখ্য কোচের সাথে কথা হয়। সেখানে হাভিয়ের কাবরেরার কাছে বাংলাদেশই প্রথম কোন জাতীয় দলের দায়িত্ব নেয়া। এখন ইউরোপে খেলা হামজা এবং শোমিত শোমের মত ফুটবলার আমাদের দেশের হয়ে খেলছে সেখানে একজন একাডেমির কোচের ওপর কেন বছরের পর দায়িত্ব দিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সত্যি কি কোন ভাল মানের কোচ পাচ্ছেন না? ফুটবলে কোচ রিক্রুটের জন্য শুধু বিজ্ঞপ্তি দিয়ে সিভি সংগ্রহ করে সেখান থেকে বাছাই করলেই হয়না। অনেক বিচার বিশ্লেষণের প্রয়োজন হয় আবার ঘুরে ফিরে ব্রাজিলের কোচ পরিবর্তনের প্রসঙ্গ চলে আসছে আমার বন্ধু দিয়াগো ফার্নান্ডেজের কারণে বিষয়টি বোঝার সুযোগ হয়েছে কেন কার্লো আনাচেলত্তি?

যখন ব্রাজিল ফলাফল না পেলে তাদের ফুটবল সংস্কৃতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশ কেন বারবার ব্যর্থতার পরও একই গতি-তালেই হাঁটে?

নতুন কোচ মানেই শুধু বদল নয়
এটা একটা নতুন বিশ্বাসের শুরু।
যেমনটা ব্রাজিল এখন দেখছে, ঠিক তেমনটাই বাংলাদেশও দেখতে পারে।
শুধু দরকার সাহসী সিদ্ধান্ত, সময়োপযোগী পরিকল্পনা
আর সর্বোপরি, ফুটবলকে ঘিরে নতুন স্বপ্নের সূচনা।

বদল দরকার। এখনই।
কারণ আশার গল্প লিখতে হলে,
প্রথমে বদলাতে হয় লেখককেই।

শুনতে চাই আপনার কথাও... আপনার আস্থা কি কাবরেরা'তেই নাকি হেড কোচের বদল চান আপনিও?❤️🇧🇩🫡⚽️

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 horas ·Traducciones

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 horas ·Traducciones

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 horas ·Traducciones

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।