9 di ·Menerjemahkan

হরিতলা মন্দিরের ভয়াল ছায়া

হাট কালু পাড়া থেকে আধ কিলোমিটার দূরে আছে এক পুরনো মন্দির — “হরিতলা মন্দির”। আগে এখানে লোকজন পূজা দিতে আসত, মেলার আয়োজন হতো। এখন সেখানে ঘাস আর জঙ্গল ছাড়া কিছুই নেই।

লোকের মুখে শোনা যায়, এক সময় এই মন্দিরে এক তান্ত্রিক সাধক তপস্যা করতেন। কিন্তু তার তপস্যা পূর্ণ হওয়ার আগেই, গ্রামের কিছু লোভী লোক তাকে মেরে ফেলে, কারণ তারা ভেবেছিল সাধক গোপনে সোনা লুকিয়ে রেখেছে।

মৃত্যুর আগে সাধক বলেছিলেন, “যে এ মন্দিরে রাতে পা রাখবে, সে ফিরবে না নিজের পায়ে।”

এরপর থেকে কেউ আর সন্ধ্যার পর মন্দিরে যায় না। তবে বছর তিনেক আগে গ্রামের মজিদ, ভোলা আর সেন্টু বাজি ধরে এক রাতে মন্দিরে গেল। তারা হাসতে হাসতে বলল, “ভূত-টুত কিচ্ছু না, ভয় পেলে ভূত আসে!”

তারা মন্দিরে পা রাখার কিছুক্ষণের মধ্যে ঝড় উঠল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ ভিতর থেকে শোনা গেল তান্ত্রিক মন্ত্রের ধ্বনি—“ওঁ ক্রৌং হ্রীং কালী...”

ভোলার মুখে ফেনা উঠে গেল, সেন্টুর শরীর কাঁপতে লাগল আর মজিদ অজ্ঞান হয়ে পড়ে। যখন লোকজন সকালে গিয়ে তাদের উদ্ধার করল, ভোলার জিহ্বা বাঁকা, সেন্টুর হাত অবশ, আর মজিদ কিছুই মনে করতে পারে না—শুধু একটা কথাই বলেছিল:
“ওর চোখ ছিল আগুনের মতো লাল... সে আমাদের নিচে থেকে দেখছিল...”

আজও হরিতলা মন্দিরের সামনে দিয়ে কেউ সন্ধ্যার পর যায় না। গ্রামের লোকজন এখনো বলে, “যা ইচ্ছা করো, কিন্তু হরিতলা মন্দিরের দিকে পা রেখো না রাতের বেলা… সাধকের চোখ আজও খুঁজে ফেরে সেই তিনজনকে…”

7 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
8 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

11 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।