**২. "চিঠির প্রতীক্ষায়"**
রুমা প্রতিদিন ডাকবাক্স খুলত, কিন্তু কখনই চিঠি পেত না। ডাক কর্মী একদিন বলল, "কাউকে চিঠি লিখুন, উত্তর পাবেন।" রুমা লিখল: "প্রিয় অজানা, আজ বৃষ্টি হচ্ছে। —রুমা" পরদিন সে পেল উত্তর: "প্রিয় রুমা, এখানেও বৃষ্টি। —অজানা" এভাবেই শুরু হল অদৃশ্য বন্ধুত্ব। এক বছর পর রুমা জানতে পারল, সেই ডাক কর্মীই সব উত্তর লিখত। কারণ, রুমার একাকীত্ব তাকে ছুঁয়ে গিয়েছিল।