**৫. "অদৃশ্য ভালোবাসা"**
জীবনবীমা এজেন্ট রিনা এক বৃদ্ধাকে পলিসি বিক্রি করতে গেল। বৃদ্ধা বলল, "আমার তো কেউ নেই, বীমা করব কেন?" রিনা জিদ ধরল। শেষমেষ বৃদ্ধা রাজি হল। মাসখানেক পর বৃদ্ধা মারা গেল। রিনা দেখল, পলিসির বেনিফিশিয়ারি হিসেবে লেখা আছে তার নিজের নাম। সাথে নোট: "তুমিই একমাত্র মানুষ যে আমার কথা শুনত।"