**১১. "অসমাপ্ত চিঠি"**
মায়া প্রতিদিন চিঠি লিখত, কিন্তু কখনও পাঠাত না। একদিন তার ছেলে চিঠিগুলো খুঁজে পেয়ে জিজ্ঞেস করল, "এগুলো কার?" মায়া বলল, "তোমার বাবার। সে যুদ্ধে যাওয়ার আগে বলেছিল, চিঠি লিখবে। কিন্তু কখনও লেখেনি। তাই আমি তার হয়ে লিখি।" ছেলে চিঠিগুলো পড়ে দেখল—প্রতিটিতে লেখা: "আজও তোমার জন্য অপেক্ষা করছি।"