**১২. "হারানো ফ্রেম"**
ফটোগ্রাফার সিদ্ধার্থ এক মেয়ের অসংখ্য ছবি তুলত, কিন্তু কখনও সেগুলো দিত না। মেয়েটি রেগে বলল, "আমার ছবি কোথায়?" সিদ্ধার্থ বলল, "আমার চোখে। তুমি চলে গেলে দেখব।" বছর পরে মেয়েটি তার স্টুডিওতে এসে দেখল, পুরো দেয়াল জুড়ে তার অসম্পূর্ণ ছবি—শুধু চোখ, ঠোঁট, হাসি আলাদা আলাদা ফ্রেমে। নোটে লেখা: "তোমাকে এক ফ্রেমে ধরতে পারিনি, তাই টুকরো টুকরো ভালোবাসি।"