**১৮. "ভাঙা ঘড়ির রোমান্স"**
ঘড়ি মেরামতকারী প্রবীর এক ভাঙা ঘড়ি পেয়েছিল, যেটি দিনে ঠিক দুবার সঠিক সময় দেখাত—সকাল ৭:০৩ ও রাত ৯:২৭। বছরখানেক পর এক মহিলা এসে বলল, "এটা আমার স্বামীর ঘড়ি। সে প্রতিদিন এই সময়েই আমাকে চুমু দিত—সকালে বিদায় নেওয়ার সময় ও রাতে ঘুমোতে যাওয়ার আগে। সে চলে গেছে, কিন্তু ঘড়িটা এখনও তার ভালোবাসার সময় ধরে রেখেছে।"