ভালুকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের হেল্পার নিহত, আহত ৫
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের এক হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। এসময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের একটি বাস মহাসড়কে অজ্ঞাত একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের উপর উঠে যায় এবং পরে আবার সড়কে পল্টি খায়। এ সময় গাড়ির হেল্পার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কপি
