প্রবাস ও চাকরী জীবন।
প্রিয় ----ভালবাসা।
বাদল দিনের বন্ধু আমার !
মনটা অনেক দিন হয় পালাই পালাই করছে।
নিজেকে কাজের মধ্যে ধরে রাখতে পারছি না।
এক গুয়েমি কর্মে অতিষ্ঠ উঠছে শরীরও মন।
শরীরের বা কি দোষ বল বন্ধু, ওর তো রেষ্টের প্রয়োজন হয় ?
নিয়তীর ধরাবাঁধা নিয়মে প্রতিদিন পৃষ্টো হই,
নিয়তীর কড়াল গ্রাসে মানবতার মৃত্যু প্রতি মুহুর্তে।
সয্যের ও একটা সীমা থাকে !
তা প্রতিদিনই অতিক্রম করে যায়, কষ্টের নীল পাহাড় জমে থাকে আমাদের মত শ্রমিকদের বুকের জমিনে। রক্তাত্ত করে ফসল ফলানো যে কতটা কষ্টের তা শ্রমিকই বুজতে পারে।
চোখে ঘুম নেই, অসুষ্হ হলে চিকিৎসার নেই তেমন সুযোগ নেই, নেই বেঁচে থাকার শান্তনা ।
জীবনের কোন দাম নেই, বেঁচে থাকার কোন স্বাধ নেই।
এভাবেই বিরাম হীন পথ চলার নামই চাকরী জীবন।
কত দিন তরুলতা ঘেরা সবুজ মাঠ পাড়ি দেওয়া হয় না তোমার নরম হাতটি ধরে।
প্রিয় বন্ধু মনে কিছু নিও না তুমি, ভাল বাসি বলেই তোমাকে বলা যায় ।
বন পুড়লে সবাই দেখে মন পুড়লে গন্ধ সবাই পায় না
তুমি আবার ভুল বুজনা বন্ধু "!
প্রতিদিন যে স্বপ্ন আঁখি, তা ঘামের গন্ধে বিলিন হয়ে যায় মানবতার দ্বার প্রান্তে।
নিমিষেই আৎকে উঠি, বেঁচে থাকার তারানাই প্রতিদিনই এক একটা স্বপ্নের মৃত্যু হয়।
আজ না হয় কালের যোগ বিয়েগের খেলায়
আমার কি মনে হয় বন্ধু, অপেক্ষা মানুষকে বাঁচিয়ে রাখে !
,,,, ভালবাসার নীল খামে।
প্রিয় বন্ধু কষ্টো নিও না, যদি কোনদিন
ফিরে আসি তোমার কাছে, তবে তুমি দেখে নিও স্বপ্ন ছাড়া মানুষ কি করে বাঁচে, আমরা সেই চাকরী জীবি প্রবাসি মানুষ।
ক্ষমা চেয়ে নিলাম বন্ধু, তোমার মুল্যবান
সময়ের কাছে "! ?