আগলা সূতায় বাঁধা
আজিজুর রহমান
জীবন আগলা সূতায় বাঁধা
মনের মত হয় না কিছু পাওয়া।
ঝরা ফুলেই হয় মালা,
গন্ধ ফুরালেই ফেলে দেয়।
জীবন কি ?
সংখ্যা নদীর ঢেউ এর মত,
ভাবনা বিহীন বয়ে চলা।
মেঘ বিহীন আকাশ লাগে না ভাল।
কালো মেঘ গিরুক আকাশ,
হোক ঝড়ের আভাস।
ঝরুক না বৃষ্টি কিছুক্ষন
খোলা জানালার পর্দায়।
আসুক না ঝড় জীবনে
যদি বিশ্বাস না থাকে মনে
সারা জীবন কাটবে কেমন করে।
ভুলে ভরা জীবন
যাক না ফুলে ভরে।
إعجاب
علق
شارك
Md Joynal abedin
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟