ব্যাথা ভরা ঢেউ এর কলরব
আজিজুর রহমান
পদ্মার কড়াল স্রোতে ভাঙ্গিয়াছে,
বসত ভিটা আর পায়ে হাটা সরু পথ।
কিছুই আর বাকি নেই,
শুধু পরে আছে ব্যাথা ভরা
ঢেউ এর কলরব।
কুল ভাঙ্গিয়া জাগিয়া উঠে নতুন চর
নতুন ফসলে ভরে যায় ফসলের মাঠ
নতুন বসতী হয় বটে
পুরাতন মুখ গুলো
ফিরে না অভিমানে।
পুরাতন স্মৃতি গুলো আগলে রেখে বুকে
ফিরে আসে না আর স্মৃতির বৃন্দা-বনে ।
কত চিনা জানা প্রিয় মুখ
হারিয়ে যাওয়া দুঃখ গুলো
খুজে ফিরা জীবনের সুখ।
সুখের পৃথিবীতে দুখের জল বয়ে যায়
ভালবাসার কুল ছুঁয়ে যায় অজানায়।