উবাই ইবনু ক্বা‘ব রা. বললেন : ভাই ‘উমার! তুমি ঐ রাস্তা কিভাবে অতিক্রম করেছিলে? ‘উমার রা. বললেন : খুব সাবধানে আমার কাপড়গুলো শরীরের সাথে চেপে ধরে জড়সড় হয়ে খুব ধীরে। যাতে করে আমার কাপড় না ছিঁড়ে যায় আর আমার শরীর যেনো ক্ষত-বিক্ষত না হয়ে যায়। উবাই ইবনু ক্বা‘ব রা. বলেন : ভাই! এটাই হলো তাক্বওয়ার উদাহরণ।
Md Mahfuz
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?