প্রিয় হতে আসিনি আমি
না হতে কবি ?
তোমাকে ভাল বাসি তারই ক্ষত
বুকের মাঝে শুধুই এখন ছবি।
এই বুকে আগলে রেখেছি
কত না পাওয়া বেধনার স্মৃতি।
তবুও তোমরা ভেবো না ?
আমি তোমাদের কাছে কবি।
বহুকাল ধরে ভালবাসাকে,
হৃদয়ে পুষেছি আমি !
তাই'তো বুকের মাঝে হয়েছে ক্ষত
তাহার গন্ধ পাওনি জানি।
প্রিয় হতে চাইনি আমি
তোমাদের সভ্য সমাজ ?
মনে রাখনি আমায়
দুঃখ লাগেনি বুকে।
কিন্তু না চেনার ভান কর !
এমন শিক্ষা পেলে কেমন করে ।
বিষ বৃক্ষের মত
দাড়িয়ে আছি অনন্ত কাল ধরে।
কবি হতে আসেনি আমি
পারিনি প্রিয় হতে কার ?
কেউ আমায় মনে রাখোনি
কবি হতে আসিনি "আমি"