পিতা মাতার অবাধ্যতার বিভিন্ন রূপ
পিতা-মাতার অবাধ্যতার বিভিন্ন রোপ হতে পারে যা হয়তো অনেক মানুষের কাছেই অজানা। যেমন -
১। পিতা-মাতার উপর নিজেকে বড় মনে করা। অর্থ -সম্পদ,শিক্ষা -দীক্ষা, সম্মান প্রতিপত্তি কিংবা অন্য যে কোন কারণে নিজেকে পিতা মাতার চেয়ে বড় ভাবা তাদের অবাধ্যতার শামিল ।
২। পিতা- মাতাকে সহায় -সম্বলহীন এবং নিঃস্ব অস্থায় ফেলে রাখা, যার কারনে তারা মানুষের দ্বারে হাত পাততে বাধ্য হন।
৩। বন্ধু বান্ধব স্ত্রী - পুত্র বা অন্য কাউকে এমনকি নিজের প্রয়োজন কেউ পিতা মাতার উপর অগ্রাধিকার দেওয়া তাদের নাফরমানীর অন্তর্ভুক্ত।
৪। পিতা- মাতা নাম ধরে বা এমন শব্দ প্রয়োগে ডাকা যা দ্বারা তাদের প্রতি অবহেলা করা।
৫। পিতা -মাতার সাথে কঠোর ভাষা কথা বলা।