,,,,,,,,,,,,,,,, জীবন দান
আজিজুর রহমান
আর কত সময় পেরুলে ,
মানুষ গাইবে মুক্তির গান ।
রাজ পথে মেশিন গান চলে,
পথ চারিরা দিয়ে যাবে- আর কত প্রান ।
রক্তের হলি খেলায় মেতেছে তারা,
সাধারন মানুষ হচ্ছে রাজনীতির বলিদান।
বল আর কত সময় নিবে ?
অনেক সময় হয়ে গেছে পার ,
নিজেদের পাল্টাতে আবার ।
গোয়ালে গরু আর পুকুরে মাছ ,
সুখ দুঃখ ভাগাভাগি করে ,
এক সমাজে করিবো বাস ।
সেই দিন আসিবে যখন,
সময়ের পথ বেয়ে,
কত মানুষ হল মহিয়ান ।
সময়ের প্রয়োজন মিটাতে তারা,
কত জীবন করে গেল দান ।
!!!!!!!!!!!!!!!!!!!!!