ভুবেনশ্বর নদী
আজিজুর রহমান
মাটির বুকে পায়ের চিহ্ন,
ভরে গেছে পলি মাটিতে।
ঘোলা জলে ডুব সাঁতার
খেলেছি ভাই বোন মিলে।
সময়ের স্রোত বেয়ে,
নদী হারালো তার গতি।
জীবন স্মৃতির মত হয়ে মরা নদী।
যৌবন ফুরায়ে বাধ্যর্ক্ষে দাড়িয়ে,
তোমার জল খুজি ভাল বেসে।
বর্ষা হল পার জীবন নদীর ধার,
আজ ও বেয়ে চলছি উজান ।
ভুলতে পারিনি সেই মাঝির গান।
কত মান অভিমান মিলে জলে
বার বার ফিরেছি তোমার কূলে।
স্মৃতির পটভূমি ভূবপনশ্বর নদী,
প্রেমের অজ্ঞলী দিয়ে তোমায়।
জীবন বসন্তের দিন গুলি খুজি।
ফিরবেনা কোন দিন জীবন তটে,
তবুও আশায় বুক বাঁধি।
স্মৃতির সরবরে মিলন মহনায়,
হারিয়ে গেছে কত চেনা মুখ।
বেলা অবেলায় তোমার জলে,
মিটায়েছি তৃষ্ণা কত ভাল বেসে।
তুমি কি আজও খুজো আমায় ?
স্মৃতি ভরা সেই ভুবেনশ্বর নদীর জলে।
Zahangir Alom
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Tajbir Ahmed
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟