প্রিয় মুখ
Azizur Rahman
যদি কোন দিন কাছে না আসি,
আর যদি কোন দিন দেখা না হয় ?
চেনা জানা এই শহরের পথে।
গলির মোরে চায়ের দোকানে।
তবে কি ভুলে যাবে বন্ধু -----?
এক দিন এই আমারে ।
পথের মোড়ে হয় পথের সৃষ্টি,
যদি হারিয়ে যাই অজানার পথে।
বড় আজব কষ্টো নিয়ে বেঁচে আছি,
এই পৃথিবীর বুকে আমরা সবে।
সবুজ সোনালী ফসলের মাঠ,
সেই চেনা পথের ধারে।
দূর থেকে বহু দূর নিয়ে যায়,
জীবনের অলি গলি পথে।
হয়তো হারিয়ে যাওনি,
এখনো বেঁচে আছো ----
আমার বুকের মাঝে।
এখনো তো সকাল সন্ধ্যা হয়।
আগের মত করে।
সেই চেনা জানা প্রিয় মুখ গুলি,
দেখিনা শুধু আগের মত করে।
RB Siyam
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?