স্মরনে রেখা
স্মরনে রেখ প্রিয়
মরনের আগে।
জন্ম জন্মান্তর সুখি হও
ভালবাসার রাগে।
আজি এমনো বেলায়
ধরনীর বুকে এনেছিলে
নতুন এক বার্তা।
জানিয়ে দিয়ে ছিলে
এই পৃথিবীর পরে
অধীকার তোমার ও আছে।
অনাধীকাল ধরে
এই নশ্বর পৃথিবীর পর
কেউ চির দিন নাহি রবে।
সমস্ত চেতনা দিয়ে
মহি বিশ্বের দরবারে
রেখে যাবো চির স্বাক্ষর আমার।
যে পথে হাটি
সে পথের ধূলায়
এখনো কাঁদায় স্মৃতির বেলায়
---""বিদায় ২০২৪সাল।
সময় বড় নির্দয়
পিছনে ফিরে দেখার সময় নেই তাঁর !
তবু মন কাঁদে স্মৃতির বাসরে আজ ?
পথ সে ও শূন্য হয় পথিক চলে গেলে।
কিছুই থাকে না আর সব-টুকু ----
---জানা হয়ে গেলে,
স্মৃতির মর্মধ্বনি পিছনে পরে রয় জানি ?
তবু ও মন বলে ?
কি জানি ফেলে এসেছি
----- আমি !
ক্ষমা চাই সবার কর কমলে
অজায়িতো ভুলের কারনে !!!
--------
শীতের সূর্য
হেমন্ত যায় যায়
শীত এল দরজায়।
কেতকী বেলি ফুটিলো আজি
নতুন গাছের বুটায়।
শিউলী ঝরে গেছে
বকুল ফুটে পাতার আড়ালে
শীশ দিয়ে যায় বন কুমাড়ী
কূয়াশা রাঙা পায়।
ময়না দোয়েল কয় না কথা
নেচে বেড়ায় গাছের ডালায়।
কূয়াশার চাদর মোড়ানো সূর্য,
সূ-দীর্ঘ রাত দিতে হল পাড়ি
এই বুজি ভোর হয়,
তারই অপেক্ষা করি
হায়রে শীতের সূর্য
আর কত করবি দেরি।
শরৎ এল তাই
গভীর সমুদ্রে কখনো ঢেউ ভাঙ্গে না
তাই বাতাসে নতুন সুর বেদনা
শিউলী ফুল ঝরে পরার আর্তনাদ
কেউ শূনে না।
শরতের মেঘ ভাঙ্গা রোদের খেলায়
উড়ে চলে সাদা মেঘ ভাসিয়ে ভেলা।
নদীর কুলে সাদা সাদা কাশ ফুল
বাবুই পাখি তারই মাঝে বাঁধে বাসা
নীড়ে উড়ে গাঙ চিল ভর দূপুর বেলা
ক্লান্তিতে খুজে ফিরে নতুন কোন ঠিকানা
জীবন প্রসার জল ভাটিতে বহে
শরৎ এল তাই দীগন্ত ভরা ফসলের মাঠে
ক্লান্তি ঝেড়ে বনহাঁসের দল সামুক খোজে
RB Siyam
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?