পুরুনো পাতা ঝরে নতুন পাতা গজে,
ঝরা পাতার ব্যথা বৃক্ষ কি মনে রাখে ?
যদি দেখা না হয় ?
পুরুনো পথের বাঁকে।
ভেবে নিও সব অভিমান বুকে নিয়ে
মিথ্যে অভিনয়ের বেড়াজালে
বন্ধি আমি।
কতটা পথ হাটলে আবার দেখা হবে পুরুনো পথের বাঁকে !
কতটা অশ্রু গড়ালে জীবন শুদ্ধ হবে।
সব দুঃখ মুছে
নতুন করে স্বপ্ন দেখবো শুধুই ভালবেসে।
(অংশ বিশেষ শুধুই ভালবেসে)
স্মৃতির প্রহর
গল্পের অংশ বিশেষ
নবনীতা আজি এই বর্ষা বিদায় বেলা গগন চুর্ম্ভে রাশি রাশি মেঘের মেলা। কখন মেঘ কখনো বা বৃষ্টি প্রকৃতির এই অনরম্ভ
ভাব বিনিময়ে ঋতু রানি শরৎ এর আগমন হতে যাচ্ছে। শিউলির ডগাই ডগাই অযস্র ফুলের কলি। বকুল ফুটেছে পাতার ভাজে কোন এক সন্ধ্যা কালে।
হয়-তো প্রকৃতির সাজ মনো ভাব এমনই রবে আগামী কাল। তোমার আমার যাত্রা মনোরথ কোথায় রবে কেউ জানে না নবনীতা।
এই পৃথিবীর সব লোকেরই মঙ্গল যাত্রা হোক।
আগামী সুন্দর হোক প্রতিটা প্রানী কূলে।
তিমির যাত্রা পথে মঙ্গলময় হোক সবার
এই কামনাই হোক অতিথী আপ্যায়নে।
---------
,,, ----শুভ জন্ম দিন""-----
----প্রিয় বন্ধু চরনেষু সবার,,, """""
এমন দিনে এসেছি আমি পৃথিবীর পর।
নিজেই ভুলে গেছি জন্ম দিন আমার।
লিখার মাঝে বলার মাঝে হয় যদি ভুল,
ক্ষমার মাঝেই মহৎ লুকায় আপনারাই
------------সেই জন !
চির চেনা এই পথ একদিন শেষ হবে !
চোখের সীমানাতে ।
ঘামের সাথে মাটির গন্ধ,
হয় তো সাঝের
প্রদ্বীপের সাথে মিলে যাবে।
যারা আসিবে নতুন,
ভোরের সূর্য দেখিবে তারা,
নতুন দিনের আগমনে।
-----------------/// ---- চারণ ভূমি ।
শরৎ এল তাই
গভীর সমুদ্রে কখনো ঢেউ ভাঙ্গে না
তাই বাতাসে নতুন সুর বেদনা
শিউলী ফুল ঝরে পরার আর্তনাদ
কেউ শূনে না।
শরতের মেঘ ভাঙ্গা রোদের খেলায়
উড়ে চলে সাদা মেঘ ভাসিয়ে ভেলা।
নদীর কুলে সাদা সাদা কাশ ফুল
বাবুই পাখি তারই মাঝে বাঁধে বাসা
নীড়ে উড়ে গাঙ চিল ভর দূপুর বেলা
ক্লান্তিতে খুজে ফিরে নতুন কোন ঠিকানা
জীবন প্রসার জল ভাটিতে বহে
শরৎ এল তাই দীগন্ত ভরা ফসলের মাঠে
ক্লান্তি ঝেড়ে বনহাঁসের দল সামুক খোজে
RB Siyam
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?