দুই যুগ
আজিজুর রহমান
এই অনাদি অনন্ত প্রহর বহিয়া চলে
কালের বিবর্তনে কত কাল পিছনে ফেলে
আসিয়াছে মহাকাল এই ধরাতলে।
গাহিয়াছে যারা সাম্যের গান
বিশুদ্ধ মনে তাহাদের করিবো স্মরন ।
কোন দিন যদি না হয় দেখা,
স্মৃতি মাখা বকুল তলে।
কতশত ফুল ঝরিয়াছে গাছের পদতলে,
কেউ কি মালা গাঁধেনী প্রিয়ার স্মরণে।
কত কি কথা না বুজা চোখের ভাষা
খুজিয়া ফিরে না আগের মত করে।
শত সহর্চ্য বেধনার ফুল
তবে কি শুধুই বকুল ?
নিয়ম ভাঙ্গে না সূর্য এখনো সকাল হয়,
দিনের দুঃখ বুজি সূর্য
ঢেকে দিয়ে রাতের বুকে ঘুমায়।
এই তো সেদিন বকুল তলে
কুড়ায়াছি ফুল থরে থরে।
হিসেব করে দেখি দুইযুগ গিয়েছে চলে।
সময় এমনই এক অনুরুদ্ধ দ্বার
কারো জন্য অপেক্ষা করে না আর।
জাতীর শ্রেষ্ঠ'সন্তান
আজিজুর রহমান
স্বাধীনতা তুমি কি ?
মুখ থুবড়ে পরে থাকা বোবা কান্নার নাম ।
স্বাধীনতা তুমি কি ?
চেয়েছি যা পায়নি তা, তোমার কি তাই নাম।
স্বাধীনতা তুমি
অসংখ্য পিতাহীন সন্তানের বদনাম।
স্বাধীনতা তুমি কি ?
বিচার বিহীন বিবেকের অপর নাম ।
স্বাধীনতা তুমি কি জানো ?
ধর্ষিতার সেলিব্রিটি হয় তোমার এই বাংলায়।
স্বাধীনতা তুমি কি ?
আইনের ফাঁক খুঁজে কত ধর্ষক
মুক্তিপায় তোমার বাংলায়।
স্বাধীনতা তুমি কি?
আমাদের না বলা কথার হবে আর্তনাদ !
স্বাধীনতা তুমি কি ?
স্বাধীন ভাবে বেঁচে না থাকা কষ্টের আরেক নাম।
স্বাধীনতা তুমি কি ?
মায়ের কাছে নিরাপদ নয় শিশু তারই উদাহরণ।
স্বাধীনতা তুমি কবে হবে--
জাতীর শ্রেষ্ঠ সন্তান।
RB Siyam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟