আমার আকুুতি
আজিজুর রহমান
কাক ডাকা ভোর অথবা
নির্জন কোন দুপুরে আকাশ ভরা মেঘে।
খুব ধীরে বেলা যাক ডুবে,
সন্ধ্যার আরতী ধব্বনি বাতাসে ভাসে।
তুমি এসো দূপের গন্ধ্যের সাথে মিশে।
আমি রুপালী চাঁদের আলোর পথে।
ডাহুকের ভয়ার্ত করুন সুর পেরিয়ে
গভীর জলাশয়ে যেখানে ভির জমায় না
মাছ রাঙা পাখিদের দলে।
আবার ফিরে যেওয়ানা আমাকে না পেয়ে
আমি শূন্য শতদলে হাওয়ার গন্ধের সাথে
মিশে রব ঠিক তোমার বুকের মাঝ খানে।
আশাহত মন নিরাশার পথ ছুঁয়ে
হয়-তো মিলে যাবো অন্ধকারের গভীরে ।
আমার শব্দ গুলো হয়তো মিলবে ইথারে।
যে পথে ছুটে চলেছি ভালবাসর অধম্য শক্তি নিয়ে।
তখনো হয়তো ফিরে আসেনি মাছ রাঙ্গা পাখি
ঝিঝি পোকাড়া সুর তুলেছে গোধূলী আলোর সাথে
শত চেনা পথের বাঁকে আমাদের হাতের ছুঁয়া
এখনো আছে লেগে ।
কেউ জান-বেনা আমি আর তুমি এসে-ছিলাম
সজল করুন ডাঙ্গার ভেজা মাঠ পেরিয়ে
আমাদের বসত ভিটার আঙ্গিনায়
অথবা প্রিয় খেলার মাঠে।
RB Siyam
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?