মা! মা! মাগো!
আম্মা গুরুতর অসুস্থ। কয়েকদিন হল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা চলছে সাধ্যমত। কিন্তু...... হে আল্লাহ, তুমি মেহেরবানী করে আমার মাকে সুস্থতা দান করো। আম্মার কথা মনে হলেই মনের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। ঘরে আম্মা নেই কল্পনা করলেও বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। যে ঘরে মা নেই সে ঘর কত শূন্যতা শুধু সে জানে যে মাকে হারিয়েছে। আচ্ছা, এই যে আমার মায়ের কথা ভাবি, না শুধু নিজেদের প্রয়োজনের কারণে? মা ছাড়া কে তাকে আদর যত্ন করবে? কে তার মেয়ে অন্যায় এবং ছোট বড় আবদার পুরা করবে? কেসহ করবে তার সময় অসময়ের সকল জ্বালাতন? কেউ না। কিন্তু মা? মা তার সন্তানকে ভালোবাসেন প্রাণের টানে, নারীর সম্পর্কের কারণে। সন্তানের জন্য এমনকি মা নিজের জীবন ও বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যান হাসিমুখে।
গতকাল আম্মাকে দেখতে গিয়েছিলাম হাসপাতলে। খুব মনস অবস্থা তার। "কেমন আছেন আম্মা 'বলার আগেই কন্ঠে আম্মা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা! তোমার হাতের অবস্থা কেমন? ডাক্তারের কাছে গিয়েছিলে? আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে থাকলাম রোগ পান্ডুর মুখমন্ডলের দিকে। হায়রে মা! কেমন প্রাণ, কেমন হৃদয় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে?

RB Siyam
删除评论
您确定要删除此评论吗?