9 i ·Översätt

ভালবাসা কত অসহায়

ওঝার পাড়া, গাজীপুর

ভালবাসা যে কত অসহায়
বুজে ছিলাম আমি সেদিন,
দরিদ্রতার কষাঘারে নিয়তীর দ্বারে
ধূলায় মলিন হয়েছে ভালবাসার মালা।
আশ্বিনের প্রথম বেলাতে
তুমি এসেছিলে মেহেদী রাঙা হাতে !
পিছনের সব কিছু ভুলে যেও
বলেছিলে তোমার বিদায় বেলাতে।
যে ফুলের মালা পরায়েছিলে গলায়
আজ তা ফিরায়ে দিলাম চরণে।
আর যদি কোন দিন দেখা না হয় ?
কথা যদি না হয় স্কুল ফেরার পথে
কথা গুলো বলেছিলে কত সহজে।
ভুলে কি যেতে পারবো এক জীবনে ?
কত বার আশ্বিন আসিলো জীবনে,
ঝরিয়া পরিলো কত ফুল গাছের তলে।
ব্যাথার ছলে কত মালা ভাসিয়েছি জলে,
বিদায় বন্ধু ভালবাসার নয়ন জলে।
ক্ষমা কর,,


হে প্রিয় বন্ধু বলি তোমারে
ক্ষমা করে দিও মোরে ।
রাত্রি শেষ হয় প্রায় ,
জীবন থেকে,
একটি দিন হয় গত ।
সময়ের কাছে অসহায় হয়ে ,
করি লাম মাথা নত ।
চলার পথে বলার মাঝে ,
আছে কত ভূল ।
যেখানে যেভাবে যেমন রও ।
ক্ষমা করে দিও মোরে,
প্রতিদিনের মত ।
না যানি কোন ব্যাথা
রাখিওনা মনে ।
একটি দিন করে চলে যায় ,
জীবন নামের খাতা থেকে ।
আসিবে নতুন দিন যত,
আজিকার দিনের মত ।
হয়ে যাবে গত ।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

9 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

9 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

9 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।