ভালবাসা কত অসহায়
ওঝার পাড়া, গাজীপুর
ভালবাসা যে কত অসহায়
বুজে ছিলাম আমি সেদিন,
দরিদ্রতার কষাঘারে নিয়তীর দ্বারে
ধূলায় মলিন হয়েছে ভালবাসার মালা।
আশ্বিনের প্রথম বেলাতে
তুমি এসেছিলে মেহেদী রাঙা হাতে !
পিছনের সব কিছু ভুলে যেও
বলেছিলে তোমার বিদায় বেলাতে।
যে ফুলের মালা পরায়েছিলে গলায়
আজ তা ফিরায়ে দিলাম চরণে।
আর যদি কোন দিন দেখা না হয় ?
কথা যদি না হয় স্কুল ফেরার পথে
কথা গুলো বলেছিলে কত সহজে।
ভুলে কি যেতে পারবো এক জীবনে ?
কত বার আশ্বিন আসিলো জীবনে,
ঝরিয়া পরিলো কত ফুল গাছের তলে।
ব্যাথার ছলে কত মালা ভাসিয়েছি জলে,
বিদায় বন্ধু ভালবাসার নয়ন জলে।
ক্ষমা কর,,
হে প্রিয় বন্ধু বলি তোমারে
ক্ষমা করে দিও মোরে ।
রাত্রি শেষ হয় প্রায় ,
জীবন থেকে,
একটি দিন হয় গত ।
সময়ের কাছে অসহায় হয়ে ,
করি লাম মাথা নত ।
চলার পথে বলার মাঝে ,
আছে কত ভূল ।
যেখানে যেভাবে যেমন রও ।
ক্ষমা করে দিও মোরে,
প্রতিদিনের মত ।
না যানি কোন ব্যাথা
রাখিওনা মনে ।
একটি দিন করে চলে যায় ,
জীবন নামের খাতা থেকে ।
আসিবে নতুন দিন যত,
আজিকার দিনের মত ।
হয়ে যাবে গত ।
RB Siyam
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?