শূন্য ছুঁয়ার আশায়
মেঘোবতী আকাশ
অরন্যের কুল ছুঁয়ে কূয়াশা ঝরে পরে।
স্বপ্নের যত চাওয়া,
বেলা শেষে জীবনের গান গাওয়া।
ধূলায় মাখামাখি পথ
বনো শালিকের ঝাঁক
নদীর কূলে স্বপ্নের বাধা ঘর।
সব ছেড়ে একদিন পাড়ি দেয় গাঙ চিল
শূন্য ছুঁয়ার আশায়।
পথ ভুলে ফিরে না তো সে
পুরাতন ঠিকানায়।
যারা ভাল বাসে তারা
অজীবনই ভাল বেসে যায়
নিঃস্বার্থকতায়।
নিয়তীর নিঙারানো প্রেম
এখন প্রেম কাগজে মোড়ানো,
জলে ভাসে না কদম শিউলি ।
ঝরা বকুলের সন্ধ্যা আরতি ধ্বনি
পথ চেয়ে থাকেনা প্রিয়তমা।
তখনো ফিরে আসেনি বনহাঁস
নিজ গৃহে।
কত সন্ধ্যা কেটে গেলো অপেক্ষার প্রহরে
তবু মিটিলো সাধ ভাল বেসে !
এখন গাঙ চিল উড়ে না সন্ধ্যার বাতাসে।
কূয়াশার আবরণ মেখে সূর্যটা ঠিকই উঠে
পূর্ব দিগন্তে।
বিশ্বাস আর ভক্তি না থাকলে ?
আর যাই হোক সুখ থাকে না মনে।
প্রহরের ঘন্টা পেরিয়ে জীবন থেকে,
হারিয়েছে কত শত দিন।
নিয়তীর নিঙারানো প্রেম সেও
মুছে যায় স্মৃতির শত দলে।
RB Siyam
コメントを削除
このコメントを削除してもよろしいですか?